Print Date & Time : 4 May 2025 Sunday 11:25 pm

কুষ্টিয়ায় আ’লীগ নেতা সিদ্দিকুর হত্যা: ৫ আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে হত্যার ঘটনায় ৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।বুধবার রাতে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ

তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি। গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা, নজরুল মালিথার ছেলে রনি মালিথা, একই গ্রামের আব্দুল হামিদের ছেলে জনি ও ড্যানি এবং জফো প্রামাণিকের ছেলে জারমান

প্রামাণিক । র‌্যাব-১২ অধিনায়ক রফিকুল ইসলাম গনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিন্টু মালিথা ও রনি মালিথা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিরাজমান বংশগত বিরোধের জের ধরে প্রতিপক্ষ মালিথা গ্রুপের লোকজন এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//