Print Date & Time : 21 July 2025 Monday 7:24 am

কুষ্টিয়ায় আলো ম্যাট্স ও নার্সিং ইনস্টিটিউটের ক্লাস শুরু

কুষ্টিয়ায়আলো ম্যাট্স ও আলো নার্সিং ইনস্টিটিউটের (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস চালু করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় ইনস্টিটিউটের ৫ম তলায় উদ্বোধনী ক্লাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলো ম্যাট্স ও আলোনার্সিং ইনস্টিটিউটের কো-অডিনেটর এম এস মুনীর টুটুলের সভাপতিত্বে ও একাডেমিক ইনচার্জ আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলো নাসিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মমতা দাস, আলো নাসিং ইনস্টিটিউটের লেকচারার ডাঃ তানবিন কাশেম, ডাঃ আলম হোসেন ও দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৯,২০২৩//