কামরুল ইসলাম মনা (কুষ্টিয়া) ভেড়ামারা থেকে: কুষ্টিয়ার ভেড়ামারার আওয়ামী লীগ নেতা সিদ্দিক মন্ডলকে (৫০) হত্যার ঘটনায় কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন এবং ২০জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৩টায় ভেড়ামারা মডেল থানায় নিহত সিদ্দিক মন্ডলের চাচাতো ভাই এনামুল হক মন্ডল মেম্বর বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, আজ শনিবার দুপুরে নিহত সিদ্দিক মন্ডলের ভাই এনামুল মেম্বর বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। খুব দ্রুতই সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।
মামলার বাদী এনামুল হক মন্ডল মেম্বর জানান, আমার ভাইকে জাসদের লোকজন নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সিদ্দিক মন্ডল হত্যাকারী স্বপন ও তপনসহ সকল আসামিকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post