Print Date & Time : 23 April 2025 Wednesday 12:07 am

কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান: দুই দিনে ৬১ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মত অবৈধ আরো ১০ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে মোট ৬১ লাখ ১০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দ্বিতীয় দিনের এই অভিযানে ৯ টি ইট ভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

অভিযানে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ২৬ টি ইট ভাটাকে মোট ৬১ লাখ ১০ টাকা জরিমানা করা হয়েছে। বাকী একটি কেএবি ব্রিকস নামে সনাতন পদ্ধতির ইটভাটাকে ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালে মিরপুর ও সদর উপজেলায় এ অভিযান শুরু হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইন অনুযায়ী এসব ভাটাকে ৫০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

এদের মধ্যে ভাই ভাই ব্রিকস, এমআইএইচ ব্রিকস ও এম এন্ড এস ব্রিকস কে ৩ লাখ টাকা করে, কেপিবি ব্রিকস ও আরপিকে ব্রিকস কে ২ লাখ ৫০ হাজার টাকা করে, এইচএইচবি ব্রিকস কে দেড় লাখ, এনবিসি ব্রিকস ও এমসএসবি ব্রিকস কে ১ লাখ টাকা করে এবং কেএইচবি ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন রবিবার কুষ্টিয়ার ভেড়ামারায় ১৭ টি ইট ভাটাকে ৪৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান জানান, কুষ্টিয়া জেলায় মোট ১৬১ টি ইটভাটা রয়েছে। যার মধ্যে মাত্র ১৮ টি ইটভাটার বৈধ লাইসেন্স রয়েছে। কিন্তু এসব ইটভাটা দীর্ঘদিন ধরে আইন লংঘন করে দিনের পর দিন ভাটা পরিচালনা করে আসছেন। এর মধ্যে অনেকে আবার হাইকোর্টে রিট পরিচালনা করে ইট ভাটা পরিচালনা করে আসছেন। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক দেশতথ্য//এল//