কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইবি প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মোহাম্মদ তারিক বাসা থেকে রুবিয়া (১৩) নামে এক গৃহপরিচারিকা ঝুলন্ত অবস্থায় উদ্ধার পুলিশ। আজ কুষ্টিয়া শহরতলী কাটাইখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবিয়া রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের মেয়ে। সে বাসা বাড়ীতে গৃহপরিচারিকা কাজ করত। তবে রুবিয়া আত্মহত্যার বিষয়ে এলাকায় অনেক গুঞ্জন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে দিকে প্রধান প্রকৌশলী মুন্সী শহিদ উদ্দিন মোহাম্মদ তারিক বাসা থেকে রুবিয়া ঝুলন্ত অবস্থায় দেখতে খবর দেয় পুলিশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে
পাঠান।
ইবির প্রধান প্রকৌশলী জানান মেয়েটি তার বাসা এক মাস যাবত গৃহকর্মী হিসেবে কাজ করছেন। তিনি বলে মেয়েটির মাথা সমস্যা আছে তার গায়ে জ্বিনের আসর ভর করে মাঝে মধ্যে বলে তিনি জানান। তবে মেয়েটি কি কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি তা বলতে পারছেন না।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করা ছিল। পরে ডিল মেশিনের সাহায্যে ভেঙ্গে রুবিয়া ঝুলুন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। আসলে এটা আত্মহত্যা না হত্যা ময়না তদন্ত করলেই জানা যাবে বলে তিনি জানান।
আর/জে ১৯জুন ২০২২