Print Date & Time : 14 May 2025 Wednesday 12:50 am

কুষ্টিয়ায় ইভটিজিং’র প্রতিবাদ করায় সংখ্যালঘুর উপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি ।।প্রতিবেশীকে স্কুল ছাত্রী  ইভটিজিং করায় এর প্রতিবাদ করাতে কুষ্টিয়া সদর হরিনারায়নপুর ইউনিয়নের শিবপূর  গ্রামের  কিশোর গ্যাং গ্রুপের হামলায় সমির ঘোষ নামের একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর)  রাত সাড়ে  নয়টার দিকে শিবপুর প্রাইমারি স্কুলের  পেছনে এ ঘটনা ঘটে।

আহতের পিতা সজিৎ ঘোষ  জানায়, তাদের এক প্রতিবেশি  আত্মীয় কে রাব্বি   নামে এক কিশোর প্রায়ই উত্ত্যক্ত করতো। প্রতিদিনের মত  একই ভাবে আমার আত্মীয়ের  মেয়ে(বৃষ্টি) স্কুল শেষে প্রাইভেট পড়ে বাড়ি দিকে আসছিল এমন সময় শিবপুর প্রাইমারি স্কুল এর সামনে থেকে বখাটে ফিরোজের ছেলে রাব্বি  বৃষ্টির হাত চেপে ধরে এবং বলে আমার সাথে প্রেমের প্রস্তাব দেয়। ঘটনাটি সমির ঘোষের সামনে বাধলে সে ওই বখাটে কিশোর রাব্বিকে  ধমক দিয়ে বলে এইসব কি করছো বেয়াদব। এমন অবস্থায় বখাটে কিশোর রাব্বি ওই স্থান থেকে চলে যায়। বৃষ্টির গিয়ে  উত্ত্যক্তের বিষয়টি তার পরিবারকে জানায়   এই ঘটনার জের ধরে সেদিনই  বৃহস্পতিবার রাত  সাড়ে নয়টার দিকে সমির ঘোষ বাজার থেকে বাসায় যাচ্ছিল। সমির ঘোষ শিবপুর প্রাইমারি  স্কুলের পিছন দিকে  পৌছালে জটুর ছেলে সাগরের নেতৃত্বে রাব্বি, ইয়াসিন, ইয়ামিন, রাহাত, রতন, রাসেল  সহ প্রায় সাত আট জন সমির ঘোষের  ওপর আতর্কিত হামলা চালায়। এ সময় সমির ঘোষ  দৌঁড়ে নিরাপদ স্থানে চলে গেলেও কিশোর গ‍্যাং লিডার সাগর  ও রাব্বি  বাঁশ, কাঠ, বাকি দিয়ে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা  সমির ঘোষকে  উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া সদর হাসপাতালের দায়িত্বরত  চিকিৎসক  জানান, সমিরের মাথায় এবং ডান হাতে পিঠে  দাড়ালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। তার মাথায় মোট আটটি সেলাই লেগেছে।

আহতদের পরিবার ও স্থানীয়রা জানায়, জটুর ছেলে  সাগর সহ উল্লেখিত কিশোররা বিভিন্ন ধরনের অপরাধ কর্মের সঙ্গে জড়িত। মাদক বিক্রি, ইভটিজিং, চুরি, ছিনতাই থেকে শুরু করে এলাকায় নতুন কাউকে  দেখলেই  শিবপুর ক‍্যানাল পাড় থেকে তাদের কাছ থেকে সব ছিনিয়ে নেয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।  স্থানীয়দের অভিযোগ,  কিশোর গ্যাংয়ের মূলহোতা জটুর ছেলে সাগর স্থানীয় এক নেতার  মদদে  কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে।

এ ব্যাপারে জুটুর ছেলে সাগরের সহ অন‍‍্যদের  মন্তব্য জানতে তাদের মোবাইলে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে ইবি   থানার  ওসি আননূর যায়েদ জানান,   ইভটিজিংয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে।  মামলা হয়েছে অবশ্যই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আর//দৈনিক দেশতত্য//১০ সেপ্টেম্বর-২০২২