ইমাম গাজ্জালী (র:) সমাজ উন্নয়ন সংস্থার উদ্দোগে গতকাল ১৭ এপ্রিল বাদ আছর স্থানীয় জনস পার্ক চাইনিজ রেষ্টুরেন্টে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালীর প্রতিষ্ঠাতা মহা পরিচালক মাওঃ মুহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ফজলে করিম খোকা। স্বাগত বক্তব্য রাখেন বর্তমান সভাপতি মোঃ ইব্রাহিম খলিল।
আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হেলালউজ্জামান, আফসার উদ্দিন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ রেজাউল করিম, সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী শাহেদুল হক শিমুল, প্রোগাম ডিরেক্টর আমিন হাসনাত, সাইফুজ্জামান ফাহিম, শাহ সাব্বিউর আহসান। অনুষ্ঠানে ৩৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়া উক্ত অনুষ্ঠানে জাপান প্রবাসী কুষ্টিয়ার কৃতি সন্তান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক জাতীয় খেলোয়াড় আহমেদ কামাল কর্ণেলকে ফুলের মালা পড়িয়ে ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কুষ্টিয়াতে দীর্ঘদিন যাবৎ এই সংস্থাটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমি তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত আছি। আমি তাদের সফলতা কামনা করি।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৮,২০২২//