Print Date & Time : 23 August 2025 Saturday 8:40 pm

কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

প্রেসবিজ্ঞপ্তি: ইমাম গাজ্জালী (র:) সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্দোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গতকাল ২৮ এপ্রিল ২০২২ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় থানাপাড়া কার্যালয়ে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালীর প্রতিষ্ঠাতা মহা পরিচালক মাওঃ মুহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আয়কর আইনজীবি সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আয়কর আইনজীবি জনাব মোঃ গোলাম কিবরিয়া খান (সাগর)। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, সমাজ সেবক খন্দকার মেহেদী হাসান পলাশ, সেলিম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বর্তমান সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী শাহেদুল হক শিমুল, প্রোগাম ডিরেক্টর আমিন হাসনাত, মোঃ সজিব মিয়া। ৫০ জন গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৮,২০২২//