Print Date & Time : 11 May 2025 Sunday 12:44 am

কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সংস্থার বৃক্ষরোপন

সংবাদ বিজ্ঞপ্তি ।। কুষ্টিয়ায় বেসরকারী সংস্থা ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বৃক্ষরোপন করেছে।

বুধবার(২০ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়া হাইস্কুলের সবুজ চত্বরে বৃক্ষরোপন এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

ইমাম গাজ্জালীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সভাপতি ইব্রাহিম খলিলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি পাখি বিশেষজ্ঞ ও প্রকৃতি প্রেমী এস.আই. সোহেল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু।

এছাড়া উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করেন কুষ্টিয়া সিটি কলেজের অধ্যাপক ওবাইদুর রহমান, কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য সেলিম আহমেদ, ইমাম গাজ্জালীর সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মাস্টার, নির্বাহী সদস্য পিয়ারুল ইসলাম, কবি হুমায়ন কবির বাবলু, কুষ্টিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সাবানা ইয়াসমিন প্রমুখ।

এ সময়ে বক্তরা বলেন যে, গাছের চারা লাগানো আমাদের বিশ্বনবীর অন্যতম একটি সুন্নত। নবীর এই সুন্নতকে পালন করার জন্য এবং আমাদের এই সুন্দর পৃথিবীকে একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার জন্য আমরা দীর্ঘদিন ধরে বৃক্ষরোপন পালন করে আসছি। গাছ আমাদের পরম বন্ধু তাই একে যত্ম নিতে হবে। প্রত্যেকেই আমাদের নিজেদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

আর//দৈনিক দেশতথ্য//২০ জুলাই-২০২২//