Print Date & Time : 4 July 2025 Friday 9:59 pm

কুষ্টিয়ায় ইমাম প্রশিক্ষণ সমাপ্ত

ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্দোগে কুষ্টিয়া জেলার ৬ টি উপজেলা থেকে বাছাইকৃত ২৮ জন ইমামকে নিয়ে ৫ দিন ব্যাপি রিফ্রেসার্স কোর্স ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গত ১২ মার্চ ২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। গতকাল ১৬ মার্চ ২০২২ রোজ বুধবার বেলা ১১ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইমামদের মাঝে সনদপত্র ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হেলালু উজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক এ জে এম সিরাজুম মুনির। পরিচালনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার মোহাঃ ফারুক হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে ইমামদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় ও তাদেরকে আরো সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৬, ২০২২//