ঘর করতে ঢেউটিন পেলেন অঙ্গ প্রতিবন্ধী আজিজুল
কুষ্টিয়ার মিরপুরে শারিরীক প্রতিবন্ধী আজিজুল ইসলামকে ঘর তৈরি করতে ঢেউটিন সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন প্রতিবন্ধী সংগঠন সবার সাথে চলবো সংগঠন কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের মহতি এই উদ্যোগে আজিজুল ইসলামের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়।
ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
এসময় ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ, ইয়াসিন-মাহমুদা স্মৃতি যুব পরিষদের আহবায়ক বিপুল হোসেন,
কম্পন প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি সোহেল রানা, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম বিশ্বাস, মহন মাষ্টার, সবার সাথে চলবো ফেডারেশনের নাজিম উদ্দীন, শাপলা খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।
ঢেউটিন হস্তান্তরের সময় কম্পন প্রতিবন্ধী ফেডারেশন কুষ্টিয়ার সভাপতি সোহেল রানা বলেন, ‘ইয়াছিন মাহমুদা পরিষদ সব সময় মানুষের পাশে থাকে। অসহায়দের খুঁজে বের করে যেভাবে স্বাবলম্বী করার চেষ্টা করছে, তা নজিরবিহীন। তাদের এই কল্যাণমূলক কাজের ধারা অব্যাহত থাকুক—এই কামনা করি।’
ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ বলেন, ইয়াসিন-মাহমুদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ সরবরাহ, টিউবওয়েল প্রদান, খেলাধুলার জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণসহ নানান ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১০,২০২৩//