Print Date & Time : 22 August 2025 Friday 10:32 am

কুষ্টিয়ায় ইসলামী কিতাব মেলার উদ্বোধন

কুষ্টিয়ার মোমতাজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে ইসলামিক জোন কুষ্টিয়ার আয়োজনে ইসলামী  কিতাব মেলার উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার সকালে এই মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

এই মেলা চলবে আগামী (১৬ জানুয়ারি) রবিবার পর্যন্ত চলবে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মোমতাজুল উলুম মাদ্রাসা কুষ্টিয়া। মেলার ২৬ টি স্টল বরাদ্দ করা হয়েছে। অভিজাত ইসলামী প্রকাশনি গুলোর মধ্য মেলায় থাকবে মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, আকিক পাবলিকেশন্স, মাকতাবাতুল হাসান, গাউছিয়া পাবলিকেশন্স, মাকতাবাতুল আসলাফ, আশরাফিয়া বুক হাউজ, আশরাফিয়া বুক ডিপো, রাহনুমা প্রকাশনী, বইঘর, নাশাত, কালান্তর প্রকাশনী, সিয়ানা পাবলিকেশন্স, হুদহুদ প্রকাশন, মাকতাবাতুল বায়ান, মুহাম্মদ পাবলিকেশন্স, সন্দীপন প্রকাশন, দারুল আরকাম ও সমকালীন প্রকাশনী।

মেলা উপলক্ষে আরবি ও উর্দু কিতাবের বিশেষ মূল্যছাড় থাকবে। এছাড়া সব ধরনের বাংলা বইয়ে ৫৫% পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হবে।

প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে রাত ৮:৩০ পর্যন্ত মেলা চলবে। মেলায় উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

সূত্র মতে জানা গেছে, চার বছর আগে শুরু হওয়া এই বইমেলায় প্রতি বছর স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে। এছাড়াও প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে খ্যাতিমান লেখক কথাসাহিত্যিকদের অনেকেই মেলায় উপস্থিত হন। এ বছরও মেলায় পাঠকদের ব্যাপক উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন বলেন, শিক্ষা ও জ্ঞানের সমাজই হচ্ছে আলোকিত সমাজ। মোমতাজুল উলুম মাদরাসা ও ইসলামিক জোন কুষ্টিয়ার ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য যে কিতাব মেলার আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয়। এই মেলা থেকে জ্ঞান আহরণ করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

মোমতাজুল উলুম মাদরাসা ও ইসলামিক জোন কুষ্টিয়ার পরিচালক মাওলানা আরিফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল হাসান, ইসলামীয়া কলেজের ইসলামীক স্টাডিজ-এর বিভাগীয় প্রধান ড. শহীদুল বারী, সাবেক ছাত্রনেতা আমিনুর রহিম পল্লব, কাউন্সিলর এসএম আতাউল গনি, ব্যাবসায়ী নাইমুল ইসলাম শিপন প্রমুখ।