Print Date & Time : 22 August 2025 Friday 7:39 am

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র মজলিসের আলোচনা সভা

কুষ্টিয়া প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শাখা সভাপতি মোঃ শরীফুল ইসলাম। মোঃ হাশেম আলী এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক মোঃ রায়হান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন  আব্দুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ

আলোচনা সভায় বক্তারা বলেন, একটা ভাষা মানুষের পরিচয়। এই পরিচয়টা আমাদের সম্মান এনে দেয়। এজন্য আমাদের রক্ত দিতে হয়েছে। আমরা রক্ত দিয়ে সেই সম্মান অর্জন করেছি। এটা আমাদের গৌরবময় অর্জন। বক্তারা আরো বলেন, বাঙ্গালি জাতির জন্য ২১ শে ফেব্রুয়ারি বহু তাৎপর্য বহন করে, দুনিয়ার কোথাও ভাষা আন্দোলনে গুলি করে মানুষ হত্যার নজির নেই। ভাষার অধিকারের জন্য কেউ এত রক্ত দেয়নি। এই ভাষার জন্য আমাদের সংগ্রাম করতে হয়েছে। সেই সংগ্রামের হাত ধরেই আমরা স্বাধীনতা পেয়েছি।

দৈনিক দেশতথ্য//এল//