Print Date & Time : 11 May 2025 Sunday 5:35 am

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র মজলিসের ইফতার

মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই মাহফিলের প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক বলেছেন, রমজান মাস হলো কোরআন নাযিলের মাস। রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। সমাজের সর্বস্তরে সুখ ও সমৃদ্ধি বিস্তার এবং আদর্শ জাতি গঠনে কুরআন শিক্ষার বিকল্প নাই। ছাত্র ও যুব সমাজের চারিত্রিক ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে শিক্ষার সর্বস্তরে কুরআন শিক্ষা বাধ্যতামুলক করতে হবে।

কুষ্টিয়া শহর শাখার সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে ও ইবি শাখার সেক্রেটারি মুহাম্মদ
আনোয়ারুল কবিরের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রফেসর ড. কামরুল হাসান। এছাড়াও অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ রায়হান আলী, কুওয়াতুল ইসলাম, কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম শরীফ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড.গোলাম
মহিউদ্দিন, কুষ্টিয়া জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার বায়তুল মাল সম্পাদক কাজী রেজাউল করিম, ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল, আজম আলী,
মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//১২ এপ্রিল,২০২২//