কুষ্টিয়া প্রতিনিধি :
‘সন্ত্রাসবাদকে না বলুন’ এই স্লোগানে কুষ্টিয়ায় উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় কুষ্টিয়ার দিশা ট্রেনিং সেন্টারে এই সেমিনারের আয়োজন করে জেলা পুলিশ।
এতে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মুস্তাফিজুর রহমান, বিশেষ শাখার ফরহাদ হোসেন খান, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আরেফিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর প্রমুখ। চিত্র প্রদর্শন করে বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ঢাকা মেট্টো পলিট্রন পুলিশের কাউন্টার টেরিরিজম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী। সবাই উগ্রবাদ প্রতিরোধে উপস্থিত শিক্ষার্থী, সূধীজন ও গণমাধ্যম কর্মীরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post