Print Date & Time : 3 May 2025 Saturday 3:19 am

কুষ্টিয়ায় উৎসর্গ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


থানাপাড়ার খোদাদাদ খান রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা কমিটির প্রাক্তন ও নতুন সদস্যদের মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে উৎসর্গ ফাউন্ডেশন দেশব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে কুষ্টিয়া জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম আরম্ভ হয়।


ফ্রী ব্লাড গ্রুপিং ও ডোনেশন কার্যক্রমের পাশাপাশি করোনাকালীন ব্যক্তিগত ও সম্মিলিত ভাবে কুষ্টিয়া জেলা প্রশাসনের ইমারজেন্সি করোনা রেসপন্স টিমে ভূমিকা পালনের মাধ্যমে সুনাম অর্জন করে। নিজস্ব ল্যাবে তৈরী স্যানিটাইজার ও মাক্স বিতরণ করে স্বাস্থ্যকর্মী ও পুলিশ প্রশাসনের সদস্যদের মাঝে।


করোনা পরবর্তী পরিস্থিতিতে জেলা কমিটির কার্যক্রম এগিয়ে নিতে কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এস.কে শাহরিয়ার পান্নার দিক নির্দেশনায় ও খুলনা বিভাগীয় সমন্বয়ক শাহেদ খানের সার্বিক তত্ত্বাবধানে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললকে পুনরায় কার্যক্রম আরম্ভের দায়িত্ব অর্পণ করা হয়।


উপস্থিত মতবিনিময় সভায় জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কেন্দ্রে প্রেরণ, আসন্ন ১০ই ফেব্রুয়ারী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে আলোচনা করা হয়।


সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. পললের পরিচালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক পলাশ আহমেদ, প্রযুক্তি পেশাজীবী কবির উদ্দিন রাজন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারি চিকিৎসক তৌফিক আহমেদ, ক্রীড়াবিদ সাহেদ হোসেন প্রেম, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী মাহিয়া ইসলাম মৌ, আরফান সৌরভসহ প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ৩০,২০২৪//