Print Date & Time : 20 July 2025 Sunday 11:22 pm

কুষ্টিয়ায় একই সাথে হলো দুই ভাইয়ের জানাযা

ছোট ভাইয়ের মৃতদেহ দেখতে এসে বড় ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধিঃ খোকসা জামে মসজিদে আজ বাদ জুম্মা দুই ভাইয়ের নামাযে জানাযা হয়েছে। একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ ছাল্লেক শাহ ( ৫৫) এ্যাসিডিটির কারণে বৃহস্পতিবার রাত ১ টার দিকে  মৃত্যু বরণ করেন। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে মালিগ্রাম গোরস্থান পড়ায় বসবাসরত বড় ভাই খালেক শাহ (৬৫) ছোট ভাইকে দেখতে আসেন। তিনি ছোট ভাইয়ের মৃতদেহ দেখার পরপরই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এই সময়ে দুই ভাইয়ের মৃত্যু এলাকায় হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করেছে। দুই সহদোরের জানাযা শুক্রবার বাদ জুম্মা জানিপুর জামে মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ২০,২০২২//