বুধবার (৪ মে ২০২২) সন্ধ্যায় কুষ্টিয়ার এসপির বাংলোতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সংসদ সদস্য, কুষ্টিয়া-৪,
আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ, সংসদ সদস্য, কুষ্টিয়া-১, এ কে এম টিপু সুলতান, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হাসান জাহিদ তুষার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব -৩, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা, শেখ আবু তাহের, জেলা ও দায়রা জজ, মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ ইদ্রিস আলী, যুগ্ম পরিচালক, এনএসআই, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ ও সভাপতি, চেম্বার অব কমার্স, কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সভাপতি, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, খোকসা উপজেলা পরিষদ, কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজগর আলী, সাধারন সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ, ডাঃ এস.এম মুসতানজীদ, সাবেক প্রিন্সিপাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আহবায়ক, নাগরিক কমিটি, কুষ্টিয়া, মোঃ আলীমুজ্জামান, সহ সভাপতি, নাগরিক কমিটি, ড. সেলিম তোহা, সাবেক ট্রেজারার, ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং সদস্য সচিব, নাগরিক কমিটি, দিলরুবা আলম, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়া, আইরিন আক্তার, সভাপতি, লেডিস ক্লাব ও মহিলা ক্রীড়া সংস্থা ও সহধর্মিণী, জেলা প্রশাসক কুষ্টিয়া, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, কুষ্টিয়া জেলার বিশিষ্ট ব্যাবসায়ি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃত্ব, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রকৌশলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইলেক্ট্রনিক্স-প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৫,২০২২// |

Discussion about this post