কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ পুলিশ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের প্রধান ফটকে এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে এই কর্মসূচী পালন করেন জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকান্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খুনিদের গ্রেফতার না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্মারকলিপি গ্রহন করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে রুবেল হত্যার ক্লু উদ্ঘাটন করে জড়িতদের গ্রেফতার করা হবে। ও্সই সময় উপস্থিত ছিলেন গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন।
কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক দেশরূপান্তর ও বাংলভিশনের জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচীতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল ২৪র স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মওলা, কোষাধ্যক্ষ লিটন উজ জামান, নির্বাহী সদস্য ও মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক।
গুপ্ত হত্যার শিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে কাঁচামালের আড়তদারী ব্যবসা করতেন। এছাড়াও তিনি অপর এক পাটনারের সাথে বিএডিসিতে ঠিকাদারি করতেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ১৪,২০২২//