কুষ্টিয়া শহরে এস.এস.সি. ৯৫ ব্যাচের জেলা জোনের এক মতবিনিময় ও আলোচনা সভা আড়ুয়াপাড়া অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভাতে উপস্থিত ছিলেন জেলার সকল থানা থেকে আগত ৯৫ব্যাচের বন্ধুগন।
এসময় এস.এস.সি. ৯৫ ব্যাচের কুষ্টিয়া জোনের প্রধান উপদেষ্টা কুষ্টিয়া শহর উন্নয়নের অগ্রগামী সৈনিক, বিশিষ্ট সমাজসেবক কুষ্টিয়া পৌর মেয়র পূত্র পারভেজ আনোয়ার তনু অনলাইনে যুক্ত হয়ে মতবিনিময় সভা ও আলোচনা সভা শুরু করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বন্ধুগ্রুপ এডমিন সিদ্দিকুর রহমান, উন্নয়ন কর্মী ও বিশিষ্ট সমাজসেবক রইচ উদ্দিন, আইনজীবী ও সমাজসেবক আশরাফ আলী জাদু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, এখন টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহেল পারভেজ, কবি, লেখক ও সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, লালন সংগীত চর্চা গবেষণা কেন্দ্রের সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক সুফি সাজেদুল ইসলাম ডালিম, জনতা ব্যাংকের কর্মকর্তা রফিকুল ইসলাম রিপন, বিশিষ্ট সমাজসেবক শেখ মোঃ ইসমাইল হোসেন, উন্নয়ন কর্মী মুহঃ আসাদুজ্জামান বুলবুল, মিসেস সাবেরা সুলতানা, মিসেস ফারহানা আক্তার, সোহেল রানা মানিক, বেনজির আহমো, শহিদুল আলম, খুরশীদ আলম, এহসানুল করিম সবুজ, সাইফুল ইসলাম বাদশা, শফিকুল ইসলাম, আলমগীর জাবির মামুন, বশিরুল ইসলাম বিপুল, রাজু আহম্মেদ, শিমুল, উজ্জ্বল, রইচ, চাঁদ, খুরশিদ আলম, শিব প্রসাদ সাহা, খন্দ. সোহেল রানাাসহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এসএসসি ৯৫ব্যাচের সকল বন্ধুদের স্বীয় উন্নয়ন, সামাজিক, সাহিত্য, সংস্কৃতি চর্চা কাজে সহায়তা ও বিপদ আপদে পাশে এক সাথে থাকবেন। দলমত, জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বন্ধুদের এক কাতারে সকল বন্ধুদের একটি প্লাটফর্ম মানব কল্যাণে সামাজিক উন্নয়ন ও সচেতনতা মূলক কাজ করে যাবেন। এছাড়াও এস.এস.সি. ৯৫ ব্যাচের গ্রুপের আগামী করনীয় সম্পর্কে আলোচনা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৮,২০২৩//

Discussion about this post