Print Date & Time : 20 April 2025 Sunday 4:59 am

কুষ্টিয়ায় এস এ টিভির ১২ বছর পদাপর্ণ উপলক্ষ্যে জমকালো আয়োজন 

নিজস্ব প্রতিবেদক \ কেক কাটা, আলোচনা সভাসহ ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ায় এস এ টিভি দর্শক ফোরাম আয়োজিত এস এ টিভির ১২ বছরে পদাপর্ণ উপলক্ষ্যে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভাসহ ব্যাপক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। 

আজ (শুক্রবার) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এস এ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নুর আলম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও বিএমএ কুষ্টিয়া শাখার সভাপতি ডাঃ এস এম মুসতানজীদ বলেন, টেলিভিশন সাংবাদিকতায় এখন কিছুটা সংস্কার হওয়া প্রয়োজন। 

এক সময় সাদা কালো টেলিভিশন দেখে মানুষের সময় কাটতো। এস এ টিভিসহ অনেক টেলিভিশন এইচ ডি মুডের চ্যানেল এসেছে। ছবি অনেক স্বচ্ছ, সুন্দর, আধুনিক হয়েছে। টেলিভিশন সাংবাদিকতা এখন অনেক আধুনিক ও স্মার্ট হয়েছে। তিনি বলেন, সাংবাদিকরা যদি ভালো থাকেন তা হলে জাতি, দেশ, রাষ্ট্র ভালো থাকে।

 তাই স্বচ্ছ, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে একজন সাংবাদিককে তার সংবাদ পরিবেশন করতে হবে, কোন দল, পক্ষ অবলম্বন করা একজন সাংবাদিকের নীতি হতে পারে না বা হওয়া উচিতও নয়। তিনি এস এ টিভির ১১ বছর পুর্তি ও ১২ বছর পদাপর্ণে জেলা প্রতিনিধিসহ সকল কলাকুশলীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী বলেন, কুষ্টিয়ার সাংবাদিকতা এখন অনেক এগিয়ে গেছে। এখানকার অনেক ভালো সাংবাদিক আজকে দেশের শীর্ষ স্থানীয় টেলিভিশন ও সংবাদপত্রে উচু পর্যায়ে রয়েছেন। 

তিনি বলেন, নিউজ প্রিন্টের সংবাদের সংশোধন করা যায় কিন্তু টেলিভিশনের সংবাদের সংশোধন করা যায় না। সে দিকটা খেয়াল রেখে টেলিভিশনে সাংবাদিকতা করতে হবে। সে ক্ষেত্রে এস এ টিভি এ বিষয়টি গুরুত্ব দেয় বলে আমি মনে করি। তিনি এস এ টিভির জন্মদিনে শুভেচ্ছা জানান। অপর বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক বলেন, টেলিভিশন সাংবাদিকতার মধ্যদিয়ে একটি রাষ্ট্রের, একটি গোত্রের পুর্ণাঙ্গ চিত্র তুলে ধরা যায়। তিনি এস এ টিভির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন।

 এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি  ও কুষ্টিয়া টেলিভিশন জার্ণালিষ্ট এসোসিয়েশনের সভাপতি হাসান জাহিদ ও বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি তুহিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক গণকণ্ঠোর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দি ডেইলী সানের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক দেশ তথ্যের ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক, ক্লাব সদস্য ও ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আব্দুল মোতালেব রাজু, দৈনিক দর্পণের স্টাফ রিপোর্টার আসলাম আলী, দি ডেইলী ইন্ডাষ্ট্রির জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রাসেল, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, দিপ্ত টেলিভিশনের ক্যামেরাপার্সন খাইরুল ইসলাম সম্রাট, নিউজ টুয়েন্টিফোরের ক্যামেরাপার্সন মেহেদী হাসান, এস এ টিভির ক্যামেরাপার্সন এসমে আজম সাজিদ, কুষ্টিয়ার কাগজ’র স্টাফ রিপোর্টার আব্দুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মিরা।  সার্বিক অনুষ্টানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, বাংলাভিশন ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি হাসান আলী। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২০ জানুয়ারি ২০২৪