Print Date & Time : 11 July 2025 Friday 4:44 pm

কুষ্টিয়ায় ওজোপাডিকো শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: 

ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানিতে (ওজোপাডিকো) কর্মরত পিচরেট ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরী স্থায়ীকরণের দাবীতে স্মারকলিপি, মানববন্ধন এবং কর্মবিরতি কর্মসূচী পালিত হয়েছে। 

গতকাল রোববার বেলা ১২টায় কুষ্টিয়া ওজোপাডিকো অফিসের সামনে প্রধান সড়কে ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যান সমিতির কুষ্টিয়া সার্কেলের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহাগ আলীর নেতৃত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ কর্মচারী অংশগ্রহন করেন। 

এসময় কুষ্টিয়া ছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় ওজোপাডিকোতে কর্মরত শ্রমিকরা অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ২০-২৫ বছর যাবৎ ওজোপাডিকোতে পিচরেট ও লাইন সাহায্যকারী হিসেবে কর্মরত আছি। আমরা নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা দীর্ঘদিন গ্রহক পর্যায়ে কাজ করে যাচ্ছি। এই কাজের বিপরিতে আমরা মাস শেষে ৩-১০ হাজার টাকা আবার কোন কোন মাসে লাইন সাহায্যকারীদের বেতন দেওয়া হয় না। আবার কারিগরী শাখার  জনবল কম থাকায় পিচরেট শ্রমিক ও বহিরাগতদের দিয়ে কাজ করানো হচ্ছে। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে অনেকের বয়স অতিক্রম করেছে। যার ফলে অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ নেই। আমাদের ওজোপাডিকোতে কিছু কর্মচারী আছেন যারা প্রায় ৩০ বছর ধরে কর্মরত আছেন। তাদের আজ পর্যন্ত চাকরী স্থায়ীকরণ করা হয়নি। আমরা শুধুই হয়রানির শিকার হচ্ছি। 

আমরা বারংবার সরকারের কাছে দাবী জানালে শুধু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি। গত ১৮ তারিখ মঙ্গলবার কুষ্টিয়া সার্কেলাধীন ঝিনাইদহ দপ্তরে তত্বাবধায়ক প্রকৌশলী মিটিংয়ে পিচরেট শ্রমিকদের কোন উৎসাহ প্রদান না করে আমাদের কোন দায়িত্ব নেবেন না বলে সরাসরি জানিয়ে দেন। আমাদের অবহেলার সাথে বিরূপ আচরণ করেন। 

এজন্য বর্তমান সরকারের কাছে আমাদের দাবী আমরা যারা কর্মরত আছি তাদের চাকরির বয়সসীমা শিথিল ও শূণ্য পদের বিপরীতে চাকুরী স্থায়ীকরণ করে বৈষম্য দুর করনের দাবী জানাচ্ছি।

টি//দৈনিক দেশতথ্য//২২ সেপ্টম্বর,২০২৪//