সোমবার (২১ মার্চ) কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট সম্পন্ন করা হয়েছে। গত-৩১ জানুয়ারি “চাকরি নয়, সেবা” এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি-২০২২ প্রকাশিত হয়। অনলাইনে ০১ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান ছিল।
কুষ্টিয়া জেলায় ৪৬ টি পুরুষ ও ৮ টি নারী সহ ৫৪ টি শূণ্যপদে ১৬১০ জন পুরুষ ও ১৬৭ জন নারী সহ ১৭৭৭ জন অনলাইনে আবেদন করেছিলেন। ২০ মার্চ থেকে ২২ মার্চ ২০২২ পর্যন্ত কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছিল।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, ২০ মার্চ নারী পুরুষ মিলে ১৭৭৭ জনের মধ্যে ১৩৮৯ জন উপস্থিত হয়। এর মধ্যে ৭৬৮ (পুরুষ ৭৩০, নারী ৩৮) জনকে ২১ মার্চ নির্ধারিত ফিল্ড পর্যায়ে পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত করা হয়। তাদের মধ্যে ৪৩৮ (পুরুষ ৪০২, নারী ৩৬) জন কৃতকার্য হয়। যারা পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষা আগামী ২৯ মার্চ এবং মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
এবি//দৈনিক দেশতথ্য// মার্চ ২১,২০২২//