Print Date & Time : 10 May 2025 Saturday 8:45 pm

কুষ্টিয়ায় কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

কুষ্টিয়ার জগতিতে ইয়াসিন নামে এক যুবকের বেপরোয়া যৌন লালসার শিকার হয়ে ৮ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। শিশুটি আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। রাত ১২ টা অবধিও তার জ্ঞান ফেরেনি বলে জানা যায়।

গতকাল মঙ্গলবার (০৫ জুলাই) দুপুর ১ টার দিকে কুষ্টিয়া জেলার সদর উপজেলার জগতি এলাকায় ধর্ষণের এ লোমহর্ষক ঘটনা ঘটে। ধর্ষক ইয়াসিন(৩৫)  যশোরের পালবাড়ি এলাকার বলে জানা যায়। সে পলাতক আছে।এখনও তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে ধর্ষক সন্দেহে হাসান (৩৫) নামে স্থানীয় মসজিদের এক মোয়াজ্জিনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করে।

সিআইডি’র একটি অনুসন্ধানী দল শিশুটির ধর্ষণের আলামত সংগ্রহ করে নিয়ে গেছে এবং দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানা গেছে। এবিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম দেশতথ্য প্রতিবেদককে বলেন,”এসব ব্যাপারে আমি আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারবো না।”
সচেতন মহল এবং এলাকাবাসী এই পাষবিক হিংস্র ধর্ষককে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান,এখন পর্যন্ত বাদী পক্ষের কেউ থানায় মামলা করতে আসেনি। 

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৬,২০২২//