নিজস্ব প্রতিবদেক: “সত্যে তথ্যে সবার আগে” এই স্লোগানকে সামনে নিয়ে জমকালো আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) দুপুর ১২ টায় কুষ্টিয়া শহরস্থ চিলিস্ রেস্টুরেন্টে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদেরর সঞ্চালনায় কালের কন্ঠ মাল্টিমিডিয়ার কুষ্টিয়ার রিপোর্টার খালিদ সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর (কুষ্টিয়া-৩) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফ্তি আমির হামজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মো: মোজাক্কির রহমান রাব্বি, হাটশ হরিপুর ইউনিয়নের বড় মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান জিহাদী, পলিটেকনিক ইনস্টিটিউটের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এটিএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধি খন্দকার তুহিন, এখন টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন পলাশ, সারা বাংলা ডট কমের কুষ্টিয়া প্রতিনিধি আল আমিন রাব্বি,বিজয় বাংলাদেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ইমদাদুল হক মিলন, সংবাদ সংযোগের কুষ্টিয়া প্রতিনিধি তৌসিফ মিশুক সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন ।
এ সময় বক্তারা বলেন, কালের কন্ঠ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আমরা চাই কালের কন্ঠের এর ধারা অব্যাহত থাকুক। সাংবাদিক হলো সমাজের দর্পণ। কালের কন্ঠ যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রত্যেকটা মিডিয়া যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে তবে যে দেশ ও জাতির অনেক কল্যাণে কাজে লাগবে। কালের কন্ঠ মিডিয়ার সংশ্লিষ্ট সবাইকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন।

Discussion about this post