নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত জখম হয়েছে সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা সজিব শেখ (২২) কে ।
সজীব কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। বর্তমানেও ছাত্রলীগের সকল প্রোগামে ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে তাকে দেখা যায়।
শুক্রবার ১২ ই নভেম্বর বিকাল ৫ টার সময় কুষ্টিয়া থানাপাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া সাদ্দাম বাজার এলাকার কায়ুমের ছেলে কিশোর গ্যাংয়ের নেতা বিপ্লব হােসেন সাজু ওরফে (জিবি সাজু ভাই) (২৮) এর নেতৃত্বে শহরের ঈদগাহ পাড়া এলাকার হাবিবের ছেলে আজমল শেখ(২৬), সাদ্দাম বাজার মোড় এলাকার মােহাম্মদ শেখের ছেলে রিদয় শেখ ওরফে গ্যাংগু রিদয়(২৪), একই এলাকার মিন্টুর ছেলে জুয়েল(২০), একই এলাকার রিংকু মাষ্টারের ছেলে আপন(২০), স্বাফিন(২৩), হিরক(২৬), আরজু(২৬) সহ আরও অজ্ঞাত ৪/৫ জন পূর্ব পরিকল্পিত ভাবে ছাত্রলীগ নেতা সজিবকে হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া থানাপাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ডেকে নিয়ে যায়। তাদের নির্দিষ্ট স্থানে পৌছানোর পর উল্লিখিত ব্যাক্তিরা ছাত্রলীগ নেতা সজীবকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কোপাতে শুরু করে এবং সজীবের কাছে থাকা ১ টি মােবাইল ফোন আছাড় দিয়ে ছুড়ে ফেলে দেয় ও গলায় থাকা একটি ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন কেড়ে নেয়। এ সময় ছাত্রলীগ নেতা সজিবের চিৎকারে আশে পাশের লােকজন ছুটে এসে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা সজিবের মা সালমা বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে মারা মারির ঘটনা ঘটেছে বলে শুনেছি প্রাথমিকভাবে। বিষয়টা তদন্ত চলছে, তদন্ত শেষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একাধিক সুত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের নেতা বিপ্লব হােসেন সাজু সহ অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা কুষ্টিয়া শহরে জিবি গ্রুপ নামে পরিচিত। এই জিবি গ্রুপের নেতৃত্বে কুষ্টিয়ায় ছিনতাই,মারামারি,সহ বিভিন্ন অপকর্ম পরিচালনা হয়।