র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে র্যাবের একটি ১৯ জুলাই রাত ৮ টায় ‘‘কুষ্টিয়া সদর থানার ইসলামীয়া কলেজ এলাকা থেকে কিশোর গ্যাং চক্র বিএসবি’র সক্রিয় সদস্য নিবিড় (১৯), পিতা-সন্টু, সাং-থানাপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করে।
এই কিশোর গ্যাং এর সদস্যরা গত ১৩ জুন কুষ্টিয়া শহরস্থ কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে সংঘবদ্ধভাবে আক্রমন চালিয়ে স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র আবিরকে কুপিয়ে গুরুতর জখম করে এবং স্কুলে ভাংচুর চালায়। গ্রেফতারকৃতকে কুষ্টিয়া সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত নিবিড় এর নামে কুষ্টিয়া সদর থানার পাঁচটি মামলা রয়েছে।
আরো একাধিক মামলা তদন্তধীন ও বিচারাধীন রয়েছে। কিশোর অপরাধ সম্পর্কে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিলে তারা ব্যবস্থা নেয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২০, ২০২২//