কুষ্টিয়া নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কুষ্ট রোগীর সিঙ্গেল ডোজ সেবন এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে সোমবার সকাল ১০টায় মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স মুক্তি দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এইপি প্রকল্প কুষ্টিয়া জেলার ছয় উপজেলা ব্যাপি বাস্তবায়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত পাঁচ বছর যাবৎ যে সমস্ত কুষ্ঠ রোগী শণাক্ত হয়েছে সেই সমস্ত কুষ্ঠ রোগীর বাড়ীর আশে পাশের সন্দেহ জনক কুষ্ঠ রোগীদের সিঙ্গেল ডোজ সেবন এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম-কো অডিনেটর জনাব জাহেদুল হক মতিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ পিযুষ কুমার সাহা, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডাঃ ফারহা নাজ, ডিষ্টিক সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ নওরিন আলম সিজা, প্রোগ্রাম অর্গানাইজার রনজিৎ কুমার পাল, টিএলসিএ বৃন্দ এবং এইপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। কর্মশালাটি সার্বিক পরিচালনা করেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডাঃ মেহেরুল রিজুয়ান ওমি।