বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদর পুলিশ সদস্যের (নন-পুলিশসহ) ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত কৃতি সন্তানদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এসময় পুলিশ সুপার A+ প্রাপ্ত কৃতি সন্তানসহ তাদের অভিভাবগণকে উপহার হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ, সার্টিফিকেট ও ফুল উপহার দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার A+ প্রাপ্ত কৃতি সন্তান ও তাদের অভিভাবকগণের বক্তব্য শ্রবণ করেন এবং তিনি নিজের অভিজ্ঞতার আলোকে সন্তানদের উচ্চতর শিক্ষায় শিক্ষা অর্জনে উৎসাহ ও প্রেরণা যোগাতে অনুপ্রাণিত করেন এবং শিক্ষনীয় বেশকিছু বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আবু রাসেল, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, ইনচার্জ (CCIU), ওসি-এমটি, আর,আই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত কৃতি সন্তান ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য