কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের কৃষক হবিবার রহমানের গোয়াল ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত ! ভাগ্যক্রমে কৃষকের গোরুগুলো রক্ষা পেয়েছে ৷
জানা যায়, শনিবার বিকেলের দিকে কৃষক হবিবার রহমানের গোয়ালঘরের পাশে পাটকাটি পরিস্কারের সময় অসাবধানতাবশতঃ গোরু রাখার ঘরে আগুন লেগে দাউদাউ করে জ্বলতে শুরু করলে প্রতিবেশি ও গ্রামবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ৷ সকলের মিলিত চেষ্টায় গোয়ালঘরে থাকা গোরুগুলো বাঁচাতে পারায় সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া ও এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃষক হবিবার রহমান ৷
খবর পেয়ে গোস্বামী দূর্গাপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান লাল্টু রহমান দ্রুত ছুটে এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং আগুন নিয়ন্ত্রনে আসার পরে ক্ষতিগ্রস্তকে সহযোগীতা করার আশ্বাস দেন৷
এবি//দৈনিক দেশতথ্য//১২ মার্চ, ২০২২//

Discussion about this post