Print Date & Time : 10 May 2025 Saturday 8:39 pm

কুষ্টিয়ায় কৃষক লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন

কুষ্টিয়ায় জেলা কৃষক লীগের আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন পাঠের পর মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য বিশেষ দোয়ায় তার সুস্থতা, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং দেশ ও দশের কল্যাণ চাওয়া হয় মোনাজাতের মাধ্যমে।

কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন লাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান। সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আবু, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ মাসুদ শেখ, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান, পানি বিষয়ক সম্পাদক সালামত আলী।

এছাড়াও আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শ্যামলী ইসলাম, দিলশাদ বেগম, প্রিতম মজুমদার, পৌর কৃষক লীগের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সহিদুর রহমান, যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মুহাইমিনুর রহমান পলল, কুমারখালি উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আবদুল আলিম, সদ্য ঘোষিত ১০ নং ওয়ার্ড পৌর কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আব্দুস সামাদ কুটু, সদস্য সচিব মোঃ রফিক খান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পুরষ্কার প্রাপ্ত কৃষি উদ্যোক্তা ও বাংলাদেশ কৃষকলীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান বলেন,  “জেলা কৃষকলীগ সভাপতি থেকে পদমর্যাদায় বড় হলেও মন থেকে আমি তাকে অভিভাবক মনে করি, চমৎকার ভাবে প্রতিনিয়ত সাংগঠনিক কর্মসূচির সরব অবস্থানে তার নেতৃত্ব প্রস্ফুটিত হচ্ছে। জেলা, সদর ও পৌর কৃষকলীগ দেশের সেরা সাংগঠনিক ইউনিট হোক এই প্রত্যাশা”।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৮,২০২২//