Print Date & Time : 30 July 2025 Wednesday 4:05 pm

কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার সমৃদ্ধ কৃষিকে আরো এগিয়ে নিতে উদ্যোক্তা কৃষকদের ‘কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ দেওয়া হয়েছে।

 শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রশিক্ষণ নিয়েছে জেলার ১শ’ ৮৫ জন উদ্যোক্তা কৃষক। 

কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এই স্লোগানে কৃষকদের দক্ষতা উন্নয়নের এই প্রশিক্ষনের আয়োজন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

 প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি ব্যক্তিত্ব মাটি ও মানুষ’র উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা।

পরে দিনব্যাপী উদ্যোক্তা কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ফসলের মানউন্নয়ন, ভেজালমুক্ত কৃষিপন্য উৎপাদন, বাজার পরিস্থিতি ও অর্থের যোগান নিয়ে কৃষকদের প্রশিক্ষিত করা হয়। আয়োজকরা জানান, এভাবে সারাদেশে জেলায় জেলায় কৃষকদের প্রশিক্ষণ চলমান আছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৩ মার্চ ২০২৪