Print Date & Time : 10 May 2025 Saturday 11:36 am

কুষ্টিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পুরস্কার বিতরণ

তেলজাতীয় ফসল উৎপাদন প্রকল্প বৃদ্ধির আওতায় কুষ্টিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ।
কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা কৃষকদের তেলজাতীয় ফসল বিশেষ করে সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় তেলজাতীয় ফসল উৎপাদনে সফল কৃষকদের পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ৫ সফল কৃষকরা হলেন মিরপুর উপজেলার ধুবইল এলাকার কৃষক তাইবুর রহমান, সদর উপজেলার বিত্তিপাড়া এলাকার কাশেম আলী, খোকসা উপজেলা জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর এলাকা খয়বর সর্দার,  কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বরিয়া গ্রামের মাজেদা খাতুন ও খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের খোর্দ্দসাদুয়া গ্রামের মাসুদ প্রমাণিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে ২৪ লক্ষ মেট্রিকটন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। তার মধ্যে ৮ লক্ষ মেট্রিকটন দেশে উৎপাদন হয়। বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয়। তাই সরকার তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করে। আগামী ৩ বছরের মধ্যে এ আমদানি ৪০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সফল কৃষকদের পুরস্কার প্রদানের ফলে আগামীতে অন্য কৃষকরাও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী হবেন।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮,২০২৩//