কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র ২২০ সদস্যের নাম সম্বলিত মেম্বর’র ডাইরেক্টরির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
গতকাল সন্ধ্যায় তিনি কুষ্টিয়াস্থ বাসভবনে এই মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি বলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সকল সদস্যদের রঙিন ছবিসহ নাম ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত এই প্রকাশনাটি শুধু সাংবাদিক নয়, অন্যান্য শ্রেণী পেশার মানুষেরও কাজে আসবে। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের একত্রে এক মলাটের মধ্যে এনে যে প্রকাশনা তা নিঃসন্দেহে একটি স্মার্ট উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সিনিয়র সদস্য হাবিবুল হক পুলক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজজামান শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকতার উন নবী মনা, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যমলী, জাহিদুজ্জামান, সোহাগ আহমেদ, মিলন খন্দকার, কেএম শাহীন রেজা, সেলিম রেজা রনি, ফয়সাল চৌধুরী।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২৩//

Discussion about this post