Print Date & Time : 11 July 2025 Friday 4:42 pm

কুষ্টিয়ায় কেপিসি’র সাথে ডিসির মতবিনিময়

কুষ্টিয়ায় নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা’র সাথে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ, এনডিসি শাহেদ আরমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরুপ মুহুরী।

সভায়  প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভার শুরুতেই ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম সমাজের দর্পন। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। পাশাপাশি ভিত্তিহীন, অসত্য ও গুজব এড়িয়ে চলাও গণমাধ্যমের দায়িত্ব। স্থানিক গুজবের বিরুদ্ধে মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রযুক্তির অপব্যবহারে মূল ধারার সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর থেকে বেরিয়ে আসতেও গণমাধ্যমকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। আগামী দিনগুলোতে এই জেলার উন্নয়ন অগ্রগতিসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও গনমাধ্যম এক সাথে কাজ করবে।

সভায় বক্তব্য রাখেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ -সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মীর আল আরেফিন বাবু, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক সালমান শাহারিয়ার রাজু,  সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার
সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন উল্লাহ,  প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, বিটিভি’র জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, এশিয়ান টিভি’র প্রতিনিধি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী।

এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সদস্য ইমরান হাসান পাপ্পু, হাফিজুর রহমান জীবন, জান্নাতুল ফেরদৌস, জাহিদুল হক ডন, জাহাঙ্গীর খান, সোহাগ আহমেদ, মিলন খন্দকার, সাইফ উদ্দিন আল আজাদ, আখতার উন নবী মনা, বকুল চৌধুরী,  সেলিম রেজা বাচ্চু, সুমন মাহমুদ, ফিরোজ হোসেন, মনোয়ার হোসেন মারুফ, হুমায়ুন কবির, ওমর ফারুক, সামরুজ্জামান সামুন, মাহমুদুল হক বাদল,
জালাল উদ্দীন খোকন, এইচ এম বেলাল, নাজমুল ইসলাম  প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০১,২০২৩//