Print Date & Time : 6 September 2025 Saturday 1:48 am

কুষ্টিয়ায় ‘কোর্ট মার্শাল’ নাটকের উদ্বোধন

কুষ্টিয়ায় বোধন থিয়েটারের প্রযোজনায় মঞ্চ নাটক “কোর্ট মার্শাল” অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ নাটক মঞ্চস্থ হয়।

নাট্য অভিনেতা মরহুম মাহবুব আলীর স্মরণে ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও বোধন থিয়েটারের সহযোগিতায় ‘কোর্ট মার্শাল’ ১১২ তম প্রদর্শনী উৎসর্গ করা হয়।

নাটকের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি  মোহাম্মদ সাইদুল ইসলাম।

এসময় তিনি বলেন, ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক জেলা কুষ্টিয়া। শিল্প-সংস্কৃতির আলোয় আলোকিত হলে মানুষ উন্নত মানসিকতা সম্পন্ন হবে। সংস্কৃতির সুষ্ঠু চর্চা ও বিকাশ হলে উগ্রতা ও জঙ্গিবাদ থেকে তরুণ প্রজন্ম দূরে থাকবে। দেশবাসী সবাই শিল্প-সংস্কৃতিমনা হোক, সেটাই চাই। এরকম মঞ্চ নাটক বেশি বেশি করে উপহার দেওয়ার আহবান জানান তিনি।

জেলা কালচারাল অফিসার সুজন রহমানের সভাপতিত্বে এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুজ্জামান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান মোমিজ, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেন্জ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে এবং আসলাম আলীর প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেন, আমিরুল ইসলাম, আনিসুর রহমান, মীর আতিক আহমেদ, আনোয়ার বাবু, আসলাম আলী, সাহেব সরোয়ারদী, শহিদুর রহমান বাবু, বিশ্বজিৎ মজুমদার, আশরাফুন্নাহার দিনু, ফাহিম হাসান, নান্টু আলম ও শাহিন সরকার। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৪,২০২২//