উপজেলা পর্যায়ে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ গতকাল কুষ্টিয়া মুসলিম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস।
৫৮ টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারুক আহমেদ , ভেন্যু প্রধান মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক নীলিমা আক্তার, মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বুলবুল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী
প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা শিক্ষা অফিসের সুপার সালমা আক্তার প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১৬,২০২৩//