নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় অবৈধ মজুতসহ অনিয়ম-দূর্নীতি খতিয়ে দেখতে অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি টিম।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ায় সদর উপজেলার খাজানগর এলাকায় এ অভিযান চালান খাদ্য মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতশাম রেজা, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা।
অভিযানে ধান ও গম মজুদ করে রাখার দায়ে পৃথক দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।
এর মধ্যে সীলগালাকৃত গোডাউন দুটি হলো সূবর্ণা ও আল্লারদান রাইচ মিলের।
অভিযানে খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩১ জানুয়ারি ২০২৪