কুষ্টিয়া প্রতিনিধি :দেশের স্বনামধন্য প্রাণ আরএফএল ফুড চেইন শপ টেষ্টি ট্রিট এর বিরুদ্ধে পৌর বিধি লংঘন করার অভিযোগ উঠেছে। শহরের বাবর আলী গেইটে অবস্হিত টেষ্টি ট্রিট কর্তৃপক্ষ গভীর রাতে রাস্তার পাশে খাবারের উচ্ছিষ্ট, টিস্যু পেপার, কফির মগসহ ময়লা ফেলে পরিবেশ নষ্ট করে আসছে।
এলাকার স্হায়ী বাসিন্দা শেহাব উদ্দীন বলেন, আমি একাধিক বার অনুরোধ করেছি। পৌরসভার ময়লা নেয়ার দায়িত্বরতদের মোবাইল নম্বর দিয়ে এসেও লাভ হয় নি। শনিবার গভীর রাতে আবারো ষ্টেটি ট্রিট কর্তৃপক্ষ রাস্তার ধারে ময়লা ফেলেছে।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কোয়েল বলেন, রাস্তার পাশে কিংবা কারো বাড়ীর সামনে ময়লা ফেলা পৌর আইনে নিষিদ্ধ। এ সমস্যা সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষ বাসা বাড়ী ও প্রতিষ্ঠান থেকে ময়লা নেওয়ার জন্য লোক সরবরাহ করেছে। অল্প কিছু অর্থের বিনিময়ে তারা ময়লা পৌরসভার নির্ধারিত ডাম্পিং ষ্টেশনে নিয়ে আসে।
বিষয়টি নিয়ে টেষ্টি ট্রিট এর ম্যানেজার কামরুল হাসান শুভ এর সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায় নি। তবে দোকানের একজন কর্মচারী জানিয়েছেন আমরা একজন লোকের কাছে ময়লা ফেলতে দিই। তবে সে পৌর কর্মচারী নয়। কোথায় ফেলছে জানি না।
এহ/10/11/24/ দেশ তথ্য