কুষ্টিয়ায় বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের মিফতাহুল উলুম বালক বালিকা মাদরাসায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এতে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল লতিফ খান, সাধারণ সম্পাদক হাফেজ আরিফুজ্জামান, ভালোবাসার কুষ্টিয়ার চেয়ারম্যান বিশিষ্ট লেখক এবং সমাজসেবক হাসান টুটুল, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খাজা আহমেদ, ইসলামি ছাত্র শিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মাওলানা শেখ মুহাম্মদ নাজমুল হাসান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি হাফেজ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি সানাউল্লাহ, বায়তুল মাল সম্পাদক ফয়সাল শিকদায়, প্রচার সম্পাদক মাওলানা মুজাহিদ, আল-খিদমা অর্গানাইজেশন কুষ্টিয়া জেলার প্রতিষ্ঠা সভাপতি হৃদয় হাসান প্রমুখ।সংবাদ বিজ্ঞপ্তি।

Print Date & Time : 4 April 2025 Friday 3:34 am