শনিবার (২৫ মার্চ ২০২৩) সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু সংস্কৃতিক মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কুষ্টিয়া মোহাম্মদ সাইদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ বীর বাঙ্গালির রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, সকল বীর মুক্তিযুদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ; আমাদের এই স্বাধীনতা আমরা অনেক সংগ্রাম, রক্ত, ত্যাগ ও কষ্টের বিনিময়ে অর্জন করেছি।
আমরা আরো জানি স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন। সুতরাং স্বধীনতা বিপক্ষের ও মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক আমাদের অর্জিত স্বাধীনতা যেন বিনষ্ট করতে পারে না পারে, এ ব্যাপারে সবাইকে যত্নবান হতে হবে এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য আগামীতে যে ধরনের চ্যালেঞ্জই আসুক না কেন তা মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ঐতিহাসিক গণহত্যা দিবস-২০২৩ এর আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ডিডিএলজি মোঃ আরিফুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী, বীর মুক্তিযোদ্ধা ও জিপি আখতারুজ্জামান মাসুম, সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ মার্চ ২০২৩

Discussion about this post