Print Date & Time : 22 August 2025 Friday 12:56 pm

কুষ্টিয়ায় গমের সাথে চলছে গাঁজার চাষ!

নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ার দৌলতপুরের বেজপুর গ্রামের মৃত আসতুল মন্ডলের ছেলে লুতফর এর বাড়ির পিছনে গমের ভিতর গাঁজার গাছের চাষ করেছে। শনিবার সকালে পুলিশ অভিযান পরিচালনা করে গমের জমি থেকে ১০৩ টি গাঁজার গাছ উদ্ধার করেছে।এ বিষয়ে লুৎফরের ছেলে জানান, আমার বাবাকে অনেক আগে থেকে বলেছি গমের ভিতরে থাকা গাঁজার গাছ গুলো ছোট থাকতে কেটে ফেলতে কিন্তু সে আমার কথায় কর্নপাত করেনি।এ বিষয়ে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লুতফুর তার আবাদি জমিতে গমের সাথে গাঁজার চাষ করেছে ।এমন সংবাদে ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা করে ১০৩ টি গাঁজার গাছ ও তার কাছে থাকা ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মাদক আইনে থানায় মামলা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//