Print Date & Time : 27 July 2025 Sunday 6:48 pm

কুষ্টিয়ায় গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী আটক

এম হাফিজ : কুষ্টিয়ায় গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।

রবিবার (১৩ অক্টোবর) সকালে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ‘কুষ্টিয়ার চৌড়হাস এলাকায়’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

এসময় ০৪ কেজি গাঁজা, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং ০১টি সিম সহ দৌলতপুর থানার শেহেলা গ্রামের মৃত খেদু মন্ডল ছেলে ইয়ারুল ইসলাম (৪৭) কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।