ওপেলিয়া কনি, কুষ্টিয়া অফিসঃ কুষ্টিয়ায় তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব১৭) উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া মোহিনী মোহন মিল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
উদ্বোধনকালে তিনি বলেন, “আমরা যদি বাংলাদেশকে বদলাতে পারি তাহলে পৃথিবীটা বদলাতে পারি। কারণ হলো আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলিতে তাদের ইন্ডাস্ট্রিয়াইজেশন এতো বেশি যে তারা তাদের ন্যাশনাল কন্টিভেশন অব কার্বন যে পরিমানে ইমিশন করার কথা ছিল তার চেয়ে কয়েকগুন বেশি করে। সে হিসাবে ইমিশনের দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সর্বোপরি আমরা বলতে পারি ঢাকা, চিটাগাং শহরে ইমিশনের পরিমাণ মাত্রারিক্ত বেশি। সেটা যদি হিসাব করি, তাহলে কুষ্টিয়াতে এর পরিমাণ অনেক কম। তিনি আরও বলেন, আমাদের সকলকে সুস্থ্য থাকতে হবে। সে জন্য হাটাহটি করতে হবে এবং নিউট্রিশন ফুড খেতে হবে। এই অভ্যাসগুলো যদি আমরা এখন না করি, তাহলে এক পর্যায়ে গিয়ে করলে আর লাভ হয় না। “
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।