কুষ্টিয়া : কুষ্টিয়ায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সাথে আইনের আওতায় সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করার এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন তাঁর বক্তব্যে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও জনমুখী করার উপর জোর দেন।
তিনি আরও বলেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম এবং এর সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন), সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক , সহ জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারাও গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর কার্যকারিতা বৃদ্ধিতে নিজেদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।