Print Date & Time : 6 July 2025 Sunday 1:49 am

কুষ্টিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত 

কুষ্টিয়া প্রতিনিধি: আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে কুষ্টিয়ার কমলাপুরে অনুষ্ঠিত হলো বিলুপ্তপ্রায় লাঠি খেলা।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কমলাপুর বাজারে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।  

ঢাক-ঢোলের বাজনায়, গানের তালে তালে যেন এ আনন্দময় উৎসব আয়োজন। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিলো উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা।

যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা, মত সকলের। নিয়মিত এই ধরনের আয়োজনের দাবি দর্শকদের।

জিয়ারখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শাজাহান আলী শেখের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলাপুর বাজার বনিক সমিতির সভাপতি আছির উদ্দিন। 

সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন। বিপথগামী যুব সমাজের মাদকাসক্ততা ও মূল্যবোধের অবক্ষয় রোধে লাঠি খেলার মত আয়োজন পথ দেখাবে, যুক্ত করবে সম্প্রীতির বাঁধনে। নিয়মিত আয়োজনের জন্য পৃষ্ঠপোষকতার দাবী করেন আয়োজকরা।