কুষ্টিয়ায় একদফা আন্দোলনে বিএনপি হাজার হাজার নেতাকর্মীর নামে বিভিন্ন থানায় নাশকতা মামলা হয়। গত একমাসে বিভিন্ন থানায় প্রায় একশত নেতাকর্মীকে গ্রেফতার হয়। কুষ্টিয়া জেলা বিএনপি গ্রেফতারকৃত কর্মীদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন– হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাকিব আল হাসান, সদস্য সচিব সামিউল ইসলাম ও শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ নিশান।
হাটশ হরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাকিব আল হাসান বলেন- গত ২১ শে নভেম্বর কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল থেকে হাটশ হরিপুরের ৩ জন কর্মীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে নাশকতা মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
কুষ্টিয়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহযোগিতা ও নির্দেশনায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ নভেম্বর ২০২৩

Discussion about this post