কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের খেয়া ঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। পরনে একটি কালো রঙের প্যান্ট রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন খেয়াঘাটের মাঝিরা। খবর পেয়ে খোকসা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নৌ – পুলিশ কে খবর দেন। এরপর নৌ পুলিশ মরদেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, বেলা সাড়ে ১১ টার দিকে গড়াই নদে একটি ভাসমান যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নৌ পুলিশ কে খরব দেওয়া হয়। পরে নৌ – পুলিশ লাশের সুরতহাল করে মর্গে পাঠিয়েছে। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//