নিজস্ব প্রতিবেদক: র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে চঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি গ্রেফতার।
গত ১১ মে ২০২৪ তারিখে রাত ২২০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন কাটাইখানা মোড় এলাকা হতে উক্ত চঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি মোঃ মমিনুল (মুক্তা (২১), পিতা-মোঃ মানিক প্রাং, সাং-বাগসায়েস্তা, থানা-বাঘা, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ২৭ এপ্রিল ২০২৪ তারিখে সকাল অনুমান ১১০০ ঘটিকার সময় বিবাদী মোঃ মমিনুল (মুক্তা (২১) পিতা-মোঃ মানিক প্রাং, সাং-বাগসায়েস্তা, থানা-বাঘা, জেলা-রাজশাহী প্রেমের সম্পর্ক স্থাপন করে ভিকটিম মোছাঃ ইতি খাতুন (১৫) পিতা- মোঃ আমিরুল ইসলাম, মাতা-নারগিস বেগম, সাং-দুরদুরিয়া, থানা-লালপুর, জেলা-নাটোর’কে বিবাদী মোঃ মমিনুলমুক্তা তার মা ও পরিবারের সঙ্গে দেখা করানো কথা বলে ভিকটিম’কে বিবাদীর বসত বাড়িতে নিয়ে যায় এবং বিবাদীর বসত বাড়ির শয়ন কক্ষে বিবাহ করার প্রেলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মাতা বাদী হয়ে রাজশাহী জেলার বাঘা থানায় চঞ্চল্যকর ধর্ষন মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৫, তারিখঃ ২৮/০৪/২০২৪ ধারা-৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। উক্ত ঘটনাটি মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে, পলাতক আসামিকে গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৩ মে ২০২৪