Print Date & Time : 23 August 2025 Saturday 4:42 pm

কুষ্টিয়ায় চলছে পুলিশ সদস্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী

বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স-৫ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার  মোঃ খাইরুল ।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫টি ভেন্যুতে সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স আজ ৮ জানুয়ারি  ৫ম ব্যাচের ০৬ দিন ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়া জেলায়ও শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি।

চলমান প্রশিক্ষণ কর্মসূচির আজ ১ম দিন। কর্মসূচির প্রতিদিনের ধারাবাহিক প্রশিক্ষণের অংশ হিসাবে ভোর ০৬.১৫ মিনিটে পিটির(শক্তি বর্ধক ব্যায়াম) মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় বলেন ‘জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষের পেশাগত কাজের উন্নয়েনের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয়’। এরপর ধারাবাহিকভাবে প্যারেড (মার্চিং এন্ড রানিং), ল-ক্লাস, নাইট ক্লাস এবং রাত্রি কালীন রোল কলের মধ্য দিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সুপার(প্রশাসন ও অপরাধ),মোঃ ফরহাদ হোসেন খাঁন  (জেলা বিশেষ শাখা),  মোঃ রাজিবুল ইসলাম,(সদর) কুষ্টিয়াসহ ইন্সপেক্টর পদমর্যাদার প্রশিক্ষক এবং নায়েক ও কনস্টেবল পদমর্যাদার প্রশিক্ষনার্থীবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//